Home » প্রেমের টানে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে মা ও ছেলে ভারতে ফেরত

প্রেমের টানে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে মা ও ছেলে ভারতে ফেরত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 153 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

ভারত থেকে  প্রেমের টানে ছেলে বাংলাদেশে আসার পর ছেলেকে ফিরিয়ে নিতে আসে মা। অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ মাস ২১ দিন জেল খেটে মা ও ছেলে আইনি প্রক্রিয়ায় দর্শনা দিয়ে ফিরে গেল ভারতে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়  চুয়াডাঙ্গা জেলার দর্শনা আইসিপি চেক‌পোস্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের  ২৪ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রীমতি কাজলি দাস (৪৭) ও ছেলে প্রান কুমার দাস (২৬) নামের দুই ভারতীয় নাগরিককে  ভারতে ফেরত পাঠানো হয়েছে।

পতাকা বৈঠ‌কে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মন মোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচ-সহ উভয় দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান বলেন, ২০২৩ সালের ১ নভেম্বর মা ও ছেলে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ প‌থে বাংলা‌দে‌শে প্রবেশ করে।  বিজিবি তাদের আটক করার পর থানায় হস্তান্তর  করে। পরদিন পুলিশ তাদেরকে বিনা পাস‌পো‌র্টে বাংলা‌দে‌শে প্রবেশের দা‌য়ে আদাল‌তের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আদাল‌তের দ‌ণ্ডিত সাজার মেয়াদ শেষ হলে দর্শনা আইসিপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত কাজলী দাস বলেন, আমার ছেলে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে শর্মিলা নামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ওই মেয়ের সঙ্গে দেখা করতে ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে আসে। আমিও ছেলের সাথে এসে তাদেরকে বিয়ে দিয়ে ১৫দিন থাকার পর ভারতে ফিরে যাবার পথে মহেশপুরে বিজিবির হাতে গ্রেফতার হই। এখন বুঝছি  কেউ যেন অবৈধভাবে কোন দেশে না যায়।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন