Home » গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 27 ভিউ
Print Friendly, PDF & Email

 

দ্বিতীয় পর্যায়ে আগামী ২১ মে, মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এতে চেয়ারম্যান পদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এম খালেক (আনারস), সাবেক চেয়ারম্যান শফিকুল আলম (কাপ পিরিস), মােখলেছুর রহমান মুকুল (হেলিকপ্টার), মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টাে ( কৈ মাছ), উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লাইলা আরজুমান শিলা ( দোয়াত কলম), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট রাশেদুল হক জুয়েল (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হােসেন (মোটরসাইকেল), গাংনী হর্কাস মার্কেটের সভাপতি মুকুল আহম্মেদ ওরফে মহিবুল জােয়াদ্দার (শালিক পাখি) প্রতীক পান।

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ছাত্রনেতা দেলােয়ার হােসেন মিঠু (তালা), সাবেক ছাত্রনেতা ফারুক হাসান (টিউবওয়েল) ও রেজাউল হক (চশমা) প্রতীক পান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন (হাঁস), কৃষকলীগ নেত্রী নাসিমা খাতুন (ফুটবল), সাবেক ছাত্রনেতা জাকিয়া আক্তার আল্পনার (কলস) প্রতীক পান।

এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা সেখানে উপস্থিত ছিলেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন