Home » আলমডাঙ্গায় পানের বরজে আগুন

আলমডাঙ্গায় পানের বরজে আগুন

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

 

 

আগুনে পুড়ে প্রায় দুই’শ পিলি পানবরজ ও পানি উত্তোলনে ব্যাবহৃত মেশিন পুড়ে গেছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাপানিয়া গ্রামের তুহিন মিয়া উরুফে তুতা মিয়ার (৪৫) বরজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় তীব্র গরম সহ্য না করতে পারায় কৃষকদের বড় অংশ তখন বাড়ি ফেরার পথে রওনা দিয়েছে। তাই মাঠ ওই সময় খুব বেশি মানুষ ছিল না আর আশেপাশে পানির ব্যাবস্থা ছিল না তাই অল্প কিছু মানুষের পক্ষে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা সম্ভব হয়নি। ফলে পুরো বরজ ও সেচ কাজে ব্যবহার করার জন্য ব্যাবহৃত মেশিন পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে, পান বরজের থেকে তাদের সাংসারিক খরচ ব্যায় করা হয়। আয়ের এই উৎসটি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় তাদের জীবনের সাধারণ গতি ব্যাহত হবে।

আরো জানা গেছে, ঘটনার দিন সকালে উক্ত বরজ থেকে পান উত্তোলন করে বিক্রয়ের জন্য বাজারে নিয়ে এসেছিল তুতা মিয়া।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন