Home » মেহেরপুরে প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধন

মেহেরপুরে প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধন

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 76 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর জেলা তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বালাইনাশক ও পিজিআর উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা তুলন উন্নয়ন অফিস প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বালাইনাশক ও পিজিআর উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বালাইনাশক ও পিজিআর উপকরণ বিতরণের উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ ও পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিও চুয়াডাঙ্গা কৃষিবিদ সেন দেবাশীষ, মেহেরপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা এস,এম,ইজাজুল ইসলাম। অনুষ্ঠানে মেহেরপুর জেলার ৩ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.