Home » মুজিবনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুজিবনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 87 ভিউ
Print Friendly, PDF & Email

 

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে মুজিবনগরে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকাল দশটার দিকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলা পর্যায়ের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের নানা সুপারিশ মালা তুলে ধরেন। এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু , সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, মুজিবনগর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি,বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিঃ বাবুল মল্লিক সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে ভাগ হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের নানান পরামর্শ পেশ করেন। এবং তামাক চাষ ও তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ করতে সচেতনতা বাড়ানোর তাগিদ দেয়া হয়।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.