Home » মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৩৬

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৩৬

কর্তৃক Shariar Imran Mati
ঝিনাইদহ প্রতিনিধি 51 ভিউ
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

সোমবার (১১ নভেম্বর) ১৮ জন এবং মঙ্গলবার ১৬ জন ও একজন দালালকে আটক করা হয়।

বিজিবির দেওয়া প্রস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে বাংলাদেশি নাগরিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছে। এ সময় বিজিবির টহল দল বিশেষ অভিযানে মহেশপুর উপজেলার মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর এবং শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ১২ জন নারী, ১৫ জন পুরুষ এবং আট শিশুকে আটক করে। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন ভারতীয় নাগরিককে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে এ পর্যন্ত মোট ১১৪ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর এলাকা থেকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.