Home » বীর মুক্তিযোদ্ধা আতাউরের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা আতাউরের ইন্তেকাল

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 64 ভিউ
Print Friendly, PDF & Email

 

বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

সােমবার দিবাগত রাত ১ টার দিকে তিনি ক্যান্সার আক্রান্তে নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে আতাউর স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান বিশ্বাসকে গার্ডঅপ অর্নার প্রদান করা হয়। গাংনী থানা পুলিশের একটিদল তাকে গার্ডঅপ অর্নার প্রদান করে।

রাষ্ট্রের পক্ষে তাকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টার দিকে জানাজা শেষে আতাউর বিশ্বাসকে ভবানীপুর গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে,বীর মুক্তিযােদ্ধা আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.