২০১৩ সালে পুলিশের দায়ের করা বিএনপি- জামায়াতে ইসলামির ৭৯ জন নেতাকর্মীকে বেকুসুর খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপুতি কুমার বিশ্বাস আসামিদের খালাস দেন।
২০১৩ সালে জামায়েত ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর বাংলাদেশ জামায়াতে ইসলামি ডাকা অবরোধ চলাকালীন মেহেরপুর বন্দরের মোড়ে পুলিশ এবং বিএনপি-জামায়েত নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামাত ইসলামীর ৭৯ জন নেতা কর্মীর নামে মামলা বের করেন।
মামলায় উল্লেখযোগ্য নেতাদের মধ্যে তৎকালীন জেলা জামায়েত ইসলামের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা বিএনপি তৎকালীন সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, জেলা ছাত্র শিবিরের তৎকালীন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ৭৯ জনকে আসামি করা হয়।