Home » পুলিশের অভিযানে ২শ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

পুলিশের অভিযানে ২শ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 62 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২শ বোতল ফেনসিডিল সহ সুমন, চাঁদ আলি, ফারুক এবং আল-আমিন হোসেন নামের ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার ভোরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ঘোষপাড়া এলাকা থেকে সুমন, চাঁদ আলি, ফারুক এবং আল-আমিন হোসেনকে আটক করা হয়।

আটক সুমন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলীমের ছেলে, চাঁদ আলি একই গ্রামের ওজদুল আলীর ছেলে, ফারুক হামিদুল ইসলামের ছেলে এবং আল-আমিন হোসেন আরশাদ আলীর ছেলে।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে জেলা গেয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে এসআই সাহেব আলী, এসআই আশরাফুল ইসলামসহ সংগীয় ফোর্স মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া (ঘোষপাড়া) ওত পেতে থাকে।

এ সময় ডিবি পুলিশ মাদক পাচারকারীদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশের সদস্যরা ওই চারজনকে আটক করে। তাদের নিকট থেকে ২০০ (দুইশত) বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা করা হয়েছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.