Home » জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেহেরপুরের জামায়াত ইসলামের নেতৃবৃন্দ

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেহেরপুরের জামায়াত ইসলামের নেতৃবৃন্দ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার শাখার আমীর মাওলানা তাজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাতে অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ জনগণের সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান। একই সাথে কর্মকর্তারা যেন কোন বিশেষ মহলের চাপ ছাড়ায় জনগনকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দিতে পারে সে ব্যাপারে উৎসাহ ও পরামর্শ দেওয়া হয়।

সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম , জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, জেলা সমাজকল্যাণ সেক্রেটারি মোঃ জারজিস হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি কাউন্সিলর সোহেল রানা ডলার, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি আল-আমিন ইসলাম বকুল, জেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.