Home » চুয়াডাঙ্গা সীমান্তে মিললো ৪০ লাখ টাকার সোনার গহনা

চুয়াডাঙ্গা সীমান্তে মিললো ৪০ লাখ টাকার সোনার গহনা

কর্তৃক Shariar Imran Mati
চুয়াডাঙ্গা প্রতিনিধি 28 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ভারতে তৈরি প্রায় ৪০ লাখ টাকার সোনার গহনা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ছয়ঘরিয়া গ্রামের রাস্তা থেকে গহনাগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

তিনি জানান, বিশেষ তথ্যের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনার গহনার চালান ভারত থেকে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. আরিফুল ইসলাম ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৫-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাকা রাস্তার পাশে অ্যামবুশ করে।

এসময় সকাল পৌনে ১০টার দিকে বিজিবির সদস্যরা সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্ত থেকে দর্শনার দিকে যেতে দেখেন।

তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন তারা। তখন বিজিবির টহলদল তাদের ধাওয়া দিলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে ৩০৬ গ্রাম ওজনের ২২টি সোনার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.