Home » চুয়াডাঙ্গায় অর্ধশতাধিক মাদক মামলার বিক্রেতা শিপরাসহ আটক ৩

চুয়াডাঙ্গায় অর্ধশতাধিক মাদক মামলার বিক্রেতা শিপরাসহ আটক ৩

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 24 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আলোচিত ৫০ মামলার আসামী মাদক বিক্রেতা শিপরাসহ ৩ জনকে আটক হয়েছে। এসময় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে  চুয়াডাঙ্গার বুজরগড়গরি বুদ্ধিমান পাড়ার বাবুল হোসেনের স্ত্রী আলোচিত মাদক বিক্রেতা অধর্শতাধিক মাদক মামলার পলাতক আসামী শিপরার বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক বিক্রি করার সময় শিপরা(৭০), আলমডাঙ্গার হারদী সরদার পাড়ায় আরব আলীর ছেলে শরিফুল(২৮) ও একই এলাকার শেখ পাড়ার সুইট মোল্লার স্তী  রেখা(৪০)কে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৯ অ্যাম্পুর বুপ্রেনরফাইল ইনজেকশন, ১০০ গ্রাম গাঁজা ও ১৫ পিচ ট্যাপেন্টড়ল ট্যাবলেট, ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রাতেই ৩ জনের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.