Home » গাংনীতে ইটভাটাতে ২ লাখ টাকা জরিমানা

গাংনীতে ইটভাটাতে ২ লাখ টাকা জরিমানা

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিনিধি 34 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে নিউ স্টার ইটভাটা থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার বেতবাড়িয়া গ্রামে অবস্থিত ইটভাটাতে অভিযান চালানো হলে ইটভাটার মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়‌।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেতবাড়িয়া গ্রামের নিউ স্টার ইটভাটার মালিক বাবু বিশ্বাসের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.