Home » কুষ্টিয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 58 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে নুর আমিন ও ফাতেমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হরিণগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আমিন (৪) উপজেলার হরিণগাছি গ্রামের মালিথা পাড়া এলাকার খোদা বকস খুইদির ছেলে ও ফাতেমা খাতুন (৩) মিজারুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। সন্ধ্যার কিছু সময় আগে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.