Home » মন্ডপ থে‌কে বা‌ড়ি ফি‌রে দে‌খে সোনার গহনা-টাকা কিছু নেই

মন্ডপ থে‌কে বা‌ড়ি ফি‌রে দে‌খে সোনার গহনা-টাকা কিছু নেই

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 51 ভিউ
Print Friendly, PDF & Email

এক‌টি বহুতল ভব‌নের তিনতলায় পাশাপা‌শি দুই ফ্লা‌টে ভাড়‌া থাক‌তেন একজন আইনজী‌বী ও চাকরিজী‌বি। গতকাল বুধবার নবমীর রা‌তে প‌রিবার নি‌য়ে গি‌য়ে‌ছি‌লেন পূজা মন্ড‌পে ঘুর‌তে। রা‌তে বা‌সায় ফি‌রে দে‌খেন দরজার তালা ভে‌ঙে চু‌রি হ‌য়ে গে‌ছে সোনার গহনা ও নগদ টাকা। ঘটনা‌টি ঘ‌টে‌ছে কুষ্টিয়া শহ‌রের আড়ুয়াপাড়া এলাকায়। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে এক‌টি লোহার সাপল ও সেলাই রেঞ্জ জব্দ ক‌রেছে।
আইনজী‌বী প্রবীর স‌্যানাল ব‌লেন,রাত ৯টার দি‌কে সহধর্মিণী‌কে নি‌য়ে পূজা মন্ড‌পে ঘুর‌তে বে‌ড়ি‌য়ে‌ছিলাম। ঘ‌রের দরজার ছিটকা‌নি‌তে তালা আটকা‌নো ছিল। রা‌ত সা‌ড়ে ১২টার দি‌কে বা‌সায় ফি‌রে দে‌খি দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পায় আসবাবপত্র এলোমেলো। আলমারির তালা খোলা। ঘ‌রের মে‌ঝে‌তে কাপড় ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে র‌য়ে‌ছে। এ সময় খোঁজ ক‌রে দে‌খি আলমা‌রি‌তে রাখা নগদ ১ লাখ টাকা ও প্রায় ৬ ভ‌রি সোনার গহনা নেই।
ভুক্ত‌ভোগী আইনজীবী আরো ব‌লেন, একই ভব‌নে বা‌ড়ির মা‌লিক ও অন্যান্য ভাড়া‌টিয়ারা বসবাস ক‌রেন। চু‌রির ‌বিষয়‌টি কেউ টের পাইনি। স্থানীয় কোন চক্র আমা‌দের গ‌তি‌বি‌ধি অনুসরণ ক‌রে এই চু‌রির ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পু‌লিশ ও র‌্যাব ঘটনাস্থ‌লে এসে তদন্ত ক‌রে গে‌ছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি)মোশারফ হো‌সেন ব‌লেন,রা‌তেই ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছিল। চু‌রির বিষয় নি‌য়ে গুরু‌ত্বের সাথে তদন্ত চলছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.