Home » কুষ্টিয়ায় ডিবি পুলিশের হাতে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় ডিবি পুলিশের হাতে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক Shariar Imran Mati
নিজস্ব প্রতিবেদক 24 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে দুইশত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন প্রামানিক (৪০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার এর নির্দেশে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে এসআই ইস্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন বল্লবপুর মোড়স্থ আলমডাঙ্গা রোড গামী সাব্বির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে মোঃ মিলন প্রামানিক কে দুইশত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আটককৃত মিলন প্রামানিক কুষ্টিয়া জেলার সদর উপজেলার বড় আইলচারা গ্রামের মৃত সোহরাব প্রামানিক এর ছেলে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.