Home » মেহেরপুর জেলায় ক্যাশলেস ভূমিসেবা বাস্তবায়নে সেমিনার

মেহেরপুর জেলায় ক্যাশলেস ভূমিসেবা বাস্তবায়নে সেমিনার

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
মেহেরপুর প্রতিবেদক 557 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলা ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে ভূমি কর্মকর্তাদের সেমিনার অনুষ্ঠিত হয়। ৬ আগস্ট রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সচিব মোহাম্মদ খলিলুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ জাহিদ হোসেন পনির, উপসচিব সেলিম আহমেদ। সেমিনারে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা—উল জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত। সেমিনার মেহেরপুর জেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সারা দেশের ন্যায় এই জেলায় সরাসরি অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নাম খারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমিসংক্রান্ত সব সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাচ্ছেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন