Home » গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আটক ১

গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আটক ১

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে গাংনী থানার বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধাওয়া করে বামন্দী বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তি সিএনজিচালক মিলন শাহা গাংনী উপজেলার রামনগর গ্রামের ফজলু শাহের ছেলে।

গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে সহকারী উপ-পরিদর্শক দেবদাস কুমারসহ সঙ্গীয় সদস্যদের নিয়ে চেকপোস্ট বাসিয়ে সড়কে চলাচল করা গাড়ি তল্লাশি করছিল। এ সময় একটি সিএনজি পুলিশের চেকপোস্ট অমান্য করে দ্রুত গতিতে চলে আসে। পুলিশ সদস্যরাও বাইক নিয়ে ধাওয়া করে সিএনজিটিকে।

বামন্দী বাজারে এসে সিএনজির একটি চাকা পাংছার হলে গাড়িতে থাকা একজন পালিয়ে যায়। তখন পুলিশ সদস্যরা গাড়িটি আটকে ফেলে সিএনজির ভেতরে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ৪ কেজি গাজা জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.