মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ নাইম হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
তারই বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে গাংনীর হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টীম এ অভিযান চালায়। আটক নাইম ওই গ্রামের ছের আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
হেমায়েতপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মুবিন জানান, নাইম হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন উঠতি বয়সের যুবকদের কাছে মাদক বিক্রয় করতো। নাইমের বাড়িতে বিক্রির জন্য গাঁজা আছে মর্মে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ উদ্ধার ও ধ্বংস করা হয়।