Home » ‘শহরের মানুষের খাবার পানির দুশ্চিন্তা দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার’

‘শহরের মানুষের খাবার পানির দুশ্চিন্তা দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার’

কর্তৃক 2IBDzttKyWmime
নিজস্ব প্রতিবেদক 478 ভিউ
Print Friendly, PDF & Email

দেশের শহরাঞ্চলে বসবাসকারী ২১ শতাংশ মানুষের খাবার পানি নিয়ে দুশ্চিন্তা দূর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, দেশের শহরগুলোতে বসবাসকারী পরিবারের ২১ শতাংশ মানুষের খাবার পানি নিয়ে দুশ্চিন্তা লাঘবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। শহরাঞ্চলে সুপেয় পানির জন্য দেশের সব পৌরসভায় পয়েন্টে সোর্সের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে এবং অধিকাংশ পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

সোমবার এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, পৌর এলাকায় পানি সরবরাহ কভারেজ প্রায় ৯৯.৬ শতাংশ। যার মধ্যে পয়েন্টে ওয়াটার সাপ্লাই ও পাইপড ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে যথাক্রমে ৬১.৬ শতাংশ ও ৩৮ শতাংশ জনগণ পানি সরবরাহ সুবিধা পাচ্ছে। পর্যায়ক্রমে সব পৌর এলাকায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালুর কার্যক্রম অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, পৌর এলাকায় ১২টি প্রকল্পের মাধ্যমে মোট ৬৮৮টি উৎপাদক নলকূপ, ৫,৪৭১.৬৫ কি.মি. পাইপ লাইন, ৮৭টি পানি শোধনাগার, ৬৬টি উচ্চ জলাধার, ১২,৫৮৯টি গৃহ সংযোগ এবং ১৫,৩৩২টি নলকূপ স্থাপন কাজ বাস্তবায়িত হচ্ছে। এছাড়া ১৮টি জেলা শহরে ‘ভূ-পৃষ্ঠস্থ পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাবায়নের পর্যায়ে রয়েছে। ওই প্রকল্পের আওতায় ৩৬টি ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার, ৩৬টি উচ্চ জলাধার, ১৫৩৪ কি.মি. পাইপ লাইন এবং ১,৪৪,০০০টি গৃহসংযোগ স্থাপনের পরিকল্পনা আছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন