Home » মেহেরপুরে মনিটরিং মেন্টরিং” বিষয়ক প্রশিক্ষণ শুরু

মেহেরপুরে মনিটরিং মেন্টরিং” বিষয়ক প্রশিক্ষণ শুরু

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 66 ভিউ
Print Friendly, PDF & Email

 

 

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ” নতুন শিক্ষাক্রম বিস্তারন, মনিটরিং মেন্টরিং” বিষয়ক মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রতিষ্ঠান প্রধানদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার সকাল থেকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রতিষ্ঠান প্রধানদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।মেহেরপুর জেলার ৩শ জন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি প্রধান শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক আহমেদ, সালমা সুলতানা, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহনলাল সরকার, মিলন হোসেন, জুলেখা খাতুন, কামাল হোসেন, মনিরুজ্জামান, এস এমডি রাশেদ, লাবনী মণ্ডল, আনারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুম আহমেদ, রেজাউল করিম, হাসনাইন করিম। মাস্টার ট্রেইনার কোর্স পরিচালক হিসাবে জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। কোর্স কোডিনেটর মোঃ মোস্তাফিজুর রহমান দায়িত্ব রয়েছেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন