Home » দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভৈরবনদের কোমর অপসরণ

দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভৈরবনদের কোমর অপসরণ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 138 ভিউ
Print Friendly, PDF & Email

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

দামুড়হুদার কার্পাসডাঙ্গার  সুবলপুরে  ভৈরব নদে  দেশীয়  মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে নদী হতে  কোমর অপসারণ করা হয়েছে। এসময় পোড়ানো হয় অবৈধ চায়না জাল।

বুধবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নেতৃত্বে একটি দল উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর  ভৈরব নদে অবস্থান করেন। এসময় দলটি নদের বেশীর ভাগ অংশে চায়না ম্যাজিক জাল দেখতে পান ও ক্ষোভ প্রকাশ করেন। পরে দেশীয়  মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত যৌথ এ দলটি  নদীতে বিদ্যমান কোমর অপসারণ করাসহ  চায়না  ম্যাজিক জাল জব্দ করে তা বিনষ্ট করেন।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন