Home » চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ- ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ- ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 72 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৯ পুলিশ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা’র সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদ্য সমাপ্ত দামুড়হুদা ও জীবননগর  উপজেলা পরিষদ নির্বাচনে অর্পিত দায়িত্ব  সুষ্ঠুভাবে পালন করার জন্য বিশেষ কাজের স্বীকৃতি স্বরুপ  মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্);  জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ ফারুক হোসেন,  এসআই মোঃ পলাশ পারভেজ, তিতুদহ পুলিশ ক্যাম্প, এএসআই মোঃ ফিরোজ হোসেন, জীবননগর থানা, কনস্টেবল মোঃ ইমন খান, মোঃ মিঠুন হাসান, সেলিম হাসান, রাসেল রানা, কনস্টেবলমোঃ  নাঈম হাসানসহ ১১ জন চৌকস পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কার্যবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করায় মার্চ-এপ্রিল/২৪ মাসে ভালকাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,  সেকেন্দার আলী, চুয়াডাঙ্গা সদর থানা; শ্রেষ্ঠ এসআই(থানা পর্যায়ে)/ এসএম রায়হান, জীবননগর থানা এবং মোঃ মেফাউল হাসান; শ্রেষ্ঠ এএসআই (থানা পর্যায়ে)/মোঃ শাহীন সরদার, দর্শনা থানা এবং মোঃ রওশন আলী, আলমডাঙ্গা থানা; শ্রেষ্ঠ এসআই ( ফাঁড়ী/ক্যাম্প পর্যায়ে)/মোঃ হারুন অর রশিদ এবং মোঃ তারিফুজ্জামান; শ্রেষ্ঠ এএসআই (ফাঁড়ী/ক্যাম্প পর্যায়ে)/ মোঃ সাব্বির হোসেন, পাইকপাড়া পুলিশ ক্যাম্প, আলমডাঙ্গা থানা এবং মোঃ সাইদুর রহমান, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প; সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট নিস্পত্তি এএসআই/ মোঃ জহিরুল ইসলাম, জীবননগর থানা; শ্রেষ্ঠ সার্জেন্ট/মোঃ নবাব আলী এবং টিএসআই/ মোঃ মোমিনুর রহমান, সদর ট্রাফিক; বিশেষ পারফরম্যান্স (হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার) এসআই/ মোঃ সাজ্জাদ হোসেন এবং এএসআই/ মোঃ রজিবুল হক, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল; বিশেষ পুরস্কারঃ এসআই/মুহিদ হাসান, ডিবি; মোঃ রইচ উদ্দিন শরিফ,ডিএসবি; এএসআই/মোঃ রুবেল ইসলাম, বিভাগীয় ভান্ডার, পরিছন্নতাকর্মী/ শ্রী আকাশ বাঁশফোড়, পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গাসহ সর্বমোট ২৯ জন চৌকস পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। আগামী ২১ মে ২০২৪ তারিখ চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশী টহল বৃদ্ধিসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়। পরে পুলিশ সুপার  সকল অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন