Home » চুয়াডাঙ্গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
নিজস্ব প্রতিবেদক 48 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় দামুড়হুদা  ও জীবননগর উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলাধীন দামুড়হুদা ও জীবননগর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে  প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। পুলিশ সুপার  আর এম ফয়জুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী বিধিমালা লংঘন করলে দলমত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিজিটাল প্লাটফর্মে প্রার্থী বা প্রার্থীর সমর্থকদের নেতিবাচক, বিরুপ প্রচার প্রচারণা থেকে বিরত থাকতে বলেন। সংঘাত এড়িয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে উদাত্ত আহবান জানান। সকলে নির্বাচন বিধি মেনে নির্বাচনী প্রচারণার অফিস/ক্যাম্প করবেন। প্রাথীরা অন্য প্রার্থীদের উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য প্রদান করবেন না। এছাড়া প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে নির্বাচনী বিধিমালা মেনে চলার আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান,  জাতীয় গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গার (এনএসআই) ডিডি ইয়াসিন সোহাইল প্রমুখসহ বিভিন্ন পদের প্রার্থীবৃন্দ।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন