Home » কুতুবপুরের বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুতুবপুরের বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 21 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে তেরোঘরিয়া আশ্রায়ন প্রকল্প মসজিদ প্রাঙ্গনে মরহুমের মরদেহকে গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহবপুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় বিহগলে করুন সুর বাজানো হয়। পরে তেরোঘরিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন আগের দিন রাতে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন