Home » মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি লেঃ কর্নেল ( অবঃ) সামস্ আর নেই

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি লেঃ কর্নেল ( অবঃ) সামস্ আর নেই

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 138 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি লেঃ কর্নেল ( অবঃ) শামসুল ইসলাম (সামস্)। ইন্তেকাল করেছেন। “ইন্না——- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। লেঃ কর্নেল ( অবঃ)শামসুল ইসলাম সামস এক পুত্র দুই কন্যা সহ অসংখ্য গুণ আগ্রহী রয়েছে। লেঃ কর্নেল ( অবঃ)শামসুল ইসলাম সামস ২০০৩ বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান। সকালে সিএমএইচ হাসপাতালে প্রথম জানাজ শেষে মরদেহ মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

রাত ন’টায় মেহেরপুর আনসার ভিডিপি জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা এবং রাত দশটায় সদর উপজেলার খন্দকার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে তৃতীয় জানাযা শেষে খন্দকারপাড়া কবরস্থানে দাফন করা হবে। এদিকে লেঃ কর্নেল ( অবঃ)শামসুল ইসলাম সামস’ মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও মেহপরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদুর অরুণ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.