বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উদ্যোগে মেহেরপুর জেলা স্কাউটের ব্যবস্থাপনায় মেহেরপুরে দিন ব্যাপী ৫৮৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেহেরপুর পিটিআই মিলনায়তনে দিন ব্যাপী ৫৮৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। পিটিআইয়ের সুপার মুন্সি শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
কোর্স লিডার রুথ ছবি বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিটিআই’র ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ,মেহেরপুর জেলা স্কাউটস এর কমিশনার সানজিদা ইসলাম,সম্পাদক সাইদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আক্তার, মোঃ মনিরুল ইসলাম এবং মুজিবনগর উপজেলা কাব লিডার মোঃ ফারুক হোসেন।