Home » মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর সরকারি কলেজের প্রদর্শক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর সরকারি কলেজের প্রদর্শক নিহত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 66 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলাম নামের এক প্রদর্শক নিহত হয়েছেন। নিহত ওহিদুল জেলার মুজিবনগর সরকারি কলেজের প্রদর্শক ( ডেমোনেস্ট্রেটর)। ২ পুত্র সন্তানের জনক ওহিদুল জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নিমস্বরণ পাড়ার মৃত জহুর আলীর ছেলে। তিনি মেহেরপুর জেলা শহরের পৌর ঈদগাহপাড়ায় বসবাস করে আসছিলেন।

মঙ্গলবার (২জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এর আগে সন্ধ্যার দিকে ওহিদুল মেহেরপুর শহরের টিএনটি মােড় নামক স্থানে একটি চলন্ত যানবাহনের ধাক্কায় আহত হন। স্থানীয়রা জানান, ওহিদুল মেহেরপুর শহরের টিএনটি মােড় দিয়ে হেঁটে শহরের পৌর ঈদগাহ পাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় একটি দ্রুতবাহি যানবাহন তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তিনি সড়কের পাশে লুটিয়ে পড়ে মারাত্বক ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.