Home » মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চানাচুর ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চানাচুর ব্যবসায়ীর জরিমানা

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
নিজস্ব প্রতিবেদক 67 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে চানাচুরের প্যাকেটে মূল্য তালিকা ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সঠিকভাবে না লাগানোর অপরাধে এবং আটার প্যাকেটে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত বিএসটিআইয়ের এর লোগো ব্যবহার করার অভিযোগ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর বিসিক শিল্প নগরীতে সোনালী চানাচুর ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর বিসিক শিল্প নগরীতে সোনালী চানাচুর ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে চানাচুরের প্যাকেটে মূল্য তালিকা ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সঠিকভাবে না লাগানোর অপরাধে এবং আটার প্যাকেটে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত বিএসটিআইয়ের এর লোগো ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারায় ফ্যাক্টরির মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.