Home » মেহেরপুরে ডিবি পুলিশের হাতে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার

মেহেরপুরে ডিবি পুলিশের হাতে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিবেদক 50 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় ধারালো অস্ত্র, গাছ কাটা করাত ও ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এরা হচ্ছে- রাজবাড়ী জেলা পাংশা উপজেলার সেনপাড়ার আলতাব মন্ডল, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার রমজান আলী ও আসাদুল ইসলাম শরীফ। এদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, এক সপ্তাহ আগে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে এক দল ডাকাত সড়কে গাছ ফেলে গণ ডাকাতি করে। ডাকাতদল বিভিন্ন পরিবহন, ট্রাক মাইক্রোবাসে ডাকাতি করে। এ ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডাকাতদের গ্রেফতারে মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত সর্দার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেন পাড়া থেকে আলতাব মন্ডলকে করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ডাকাত রমজান হোসেন ও আসাদুল ইসলাম শরীফকে আটক করা হয়।

আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী বামন্দী-হাটবোয়ালিয়া সড়কের কামারখালী বড় ব্রিজের নিচ থেকে গাছ কাটা করাত ও ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা করে পুলিশ। ডাকাত সরদার আলতাফ মন্ডলের নামে বিভিন্ন থানায় ৮ ডাকাতি ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়া রমজানের নামে ডাকাতি মামলা ও আসাদুল ইসলাম শরীফ একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সদর সার্কেল আব্দুল করিমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.