Home » মেহেরপুরে কলা বাগানের সঙ্গে শত্রুতা

মেহেরপুরে কলা বাগানের সঙ্গে শত্রুতা

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 82 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে কলা গাছের উপর শত্রুতা করা হয়েছে। দুর্বৃত্তরা শত্রুতা করে অর্ধলক্ষা টাকা মূল্যের কলা গাছ কেটে তসরুপ করেছে। মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় বিশা খাঁর লাগানোর কলা গাছ কেটে তসরুপ করা হয়।

জানা গেছে আব্দুর রহমানের ছেলে বিশা খাঁ দেড় বছর পূর্বে মুরাদ আলী নামের এক ব্যক্তির কাছ থেকে তিন বছরের চুক্তিতে জমি লিজ নিয়ে সেখানে কলা গাছ রোপন করেন। বর্তমানে কলা গুলোর কাঁধী আসতে শুরু করার পর জমির মালিক মুরাদ আলীর নেতৃত্বে প্রকাশে দিবালোকে কলার গাছ গুলো কেটে তসরুপ করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে বিশা খাঁ জানান।

বিশা খাঁ বলেন, তিন বছরের জন্য ১৫ হাজার টাকায় লিজ নিয়েছিলাম। দেড় বছর হতে না হতেই সেখানে বাড়ি করবে বলে কোন কিছু না জানিয়ে হঠাৎ করে কলা গাছগুলো কেটে তসরুপ করে। তিনি এর বিচার দাবি করেন।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.