Home » মেহেরপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মেহেরপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 53 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরে শ্রী শ্রী হরিভক্তি প্রদয়নি সভা মন্ডপ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়েছে। মেহেরপুর শহরের বিভিন্ন স্থান থেকে শত শত ভক্ত ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করতে জড়ো হয়।

রথযাত্রার এ শেষ পর্বকে ঘিরে মেহেরপুর শহরে উৎসবের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে। দুপুরের পর থেকেই শ্রী শ্রী হরিভক্তি প্রদয়নি সভা মন্ডপে সনাতন ধর্মাম্বলি ভক্তদের ঢল নামে। রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হয়েছেন ভক্তরা। যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন।  রঙিন পতাকা আর ঢাক-ঢোলের তালে মুখরিত শহরের রাস্তাঘাট। রথের সামনে এগিয়ে যাচ্ছেন কীর্তনকারীরা।

রথযাত্রার নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের দুপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের।

উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.