র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান,পুলিশ পরিদর্শক বজলুর রহমান। বক্তব্য রাখেন মেহেরপুর প্রবীন হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, পলাশীপাড়া সমাজকল্যান সমিতির নির্বাহী পরিচালক মোরাররফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার কাজী মনসুর আলী।এদিকে এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম,রেজিস্ট্রেশন অফিসার কাজী মুনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।