Home » মেহেরপুরে অবৈধ গাড়ির নিচে পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

মেহেরপুরে অবৈধ গাড়ির নিচে পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
নিজস্ব প্রতিবেদক 113 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীতে গরু বহনকারী অবৈধ স্টিয়ারিং গাড়ির নিচে পড়ে নিছারন নেছা বুড়ি (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিছারন নেছা বুড়ি কষ্টদহ গ্রামের মাঝপাড়ার মৃত মোতালেব হোসেনের মেয়ে।

বামুন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে জানতে পারি কুষ্টিয়া- মেহেরপুর সড়কে চোখতোলা নামক স্থানে ভুটভুডি (স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) গাড়ির নিচে পড়ে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি স্পট ডেড। তাকে উদ্ধার করে গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনা ঘটার পরপরই ভুটভুটি গাড়ি চালক গাড়ি ফেলে ঘটনা স্থল থেকে পালিয়ে গেছে।

নিহতের ভাই মরজেম হোসেন জানান তার বোন একজন প্রতিবন্ধী। সে কারণে তার বিয়ে হয়নি। এলাকার রাস্তার আশেপাশে ঘুরেফিরে তার সময় কাটে। আজকে সে গ্রামের অদূরে চোখতোলা নামক বাজারে ঘুরতে এসেছিল। রাস্তা পারাপারের সময় স্টিয়ারিং গাড়ির নিচে পড়ে নিহত হয়েছে।

 

এলাকাবাসীর অভিযোগ, মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে প্রতিনিয়ত বেড়েই চলেছে অবৈধ যানবাহনের সংখ্যা। অবৈধ গাড়িগুলো ট্রাকের মত লোহা দিয়ে বডি বানিয়ে স্যালো ইঞ্জিন সামনে সংযুক্ত করে দাপিয়ে বেড়াচ্ছেন হাইওয়ে সড়কসহ জেলার বিভিন্ন সড়কে। গরু বহন ছাড়াও কখনও মাটি আবার কখনও ইট নিয়ে ছুটছেন সড়কে ভয়ংকর গতিতে। বেশিরভাগ চালকের বয়স দেখা যায় ১৫ থেকে ২০ বছর। এসব অবৈধ গাড়ির কারণে অতিষ্ট গাংনী উপজেলাসহ মেহেরপুর জেলাবাসি। আর এ সমস্ত অবৈধ গাড়ি সড়কে চলাচলের কারণে নির্মাণের অল্পদিনেই রাস্তার পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এছাড়া অল্প বয়সের ছেলেরা সড়কে অবৈধ যানবহন দ্রুতগতিতে চালানোর কারণে প্রায়ই ঘটছে প্রানহানির ঘটনা।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, উপজেলার চোখতোলা নামক স্থানে গরু বহনকারী স্টিয়ারিং গাড়ির নিচে পড়ে এক প্রতিবন্ধী নারী নিহত সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্টিয়ারিং গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.