Home » মেহেরপুরের রাজনগরে দুই দফা সংঘর্ষে ৪ জন আহত

মেহেরপুরের রাজনগরে দুই দফা সংঘর্ষে ৪ জন আহত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 123 ভিউ
Print Friendly, PDF & Email

 

মোবাইল ফোনের টাকা চাওয়াকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে দুই দফা সংঘর্ষে আব্দুস সামাদ, শফি, আরিফুল এবং রফিক নামের ৪ জন আহত হয়েছেন। তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সামাদ রাজনগর গ্রামের সাকন আলীর ছেলে, শফি সাবের আলীর ছেলে, আরিফুল শফির ছেলে এবং রফিক সাবের আলীর ছেলে।

জানা গেছে আব্দুস সামাদ দায়িত্ব নিয়ে বাকিতে রফিককে একটি মোবাইল ফোন কিনে দেন। রফিকের মোবাইলের টাকা পরিশোধ করতে বিলম্ব হওয়ায় সামাদ সেই টাকা দ্রুত পরিশোধ করতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সামাদকে মারধর করা হয়। এ খবর জানাজানি হলে সামাদের লোকজন শফিকের লোকজনের উপর হামলা চালান। দুদফা সংঘর্ষে মোট ৪জন হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.