Home » মুজিবনগরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুজিবনগরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 200 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর মুজিবনগর উপজেলার তারানগর গ্রাম এলাকা থেকে ২৯২ বোতল ফেনসিডিলসহ মানিক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব  -৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা, গ্রেফতারকৃত মানিক (২২) মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জহির খাঁ’র ছেলে।

গোপন সংবাদ পেয়ে ঝিনাইদহ র‌্যাবের একটিদল অভিযান চালায় র‌্যাব-৬, সিপিসি- ২ ঝিনাইদহ ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি  মুজিবনগর থানাধীন তারানগর গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মানিককে গ্রেফতার করেন, গ্রেফতারকৃত আসামীকে মুজিবনগর থানায় হস্তান্তর করে, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.