Home » মারধরের অভিযোগে ছেলেসহ ইউপি মেম্বার সেনাবাহিনী হাতে আটক

মারধরের অভিযোগে ছেলেসহ ইউপি মেম্বার সেনাবাহিনী হাতে আটক

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 49 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে তুফান আলী নামক এক জনকে মারধরের অভিযোগে কুতুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম মোর্তজা মতু ও তার ছেলে রাজুকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দুপুরের দিকে শোলমারি গ্রাম থেকে মতু ও তার ছেলে রাজুকে আটক করা হয়। জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে গোলাম মোর্তজা মতু ও তার ছেলে রাজু একই গ্রামের রহিম ফতুর ছেলে তুফানকে মারধর করে। বিষয়টি মেহেরপুর সেনা সদস্যদের অবহিত করলে সেনাবাহিনীর সদস্যরা গোলাম মোর্তজা মতু ও ছেলে রাজুকে আটক করে। এদিকে তার আগে আহত তুফানকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.