Home » পুলিশ সুপারের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টার রি-ট্রেইনার কনফারেন্স”–এ যোগদান

পুলিশ সুপারের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টার রি-ট্রেইনার কনফারেন্স”–এ যোগদান

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 70 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম (বার), পিপিএম ২৪তম এফবিআই ন্যাশনাল একাডেমি অ্যালামনাই এশিয়া প্যাসিফিক চ্যাপ্টার রি- ট্রেইনার কনফারেন্স”–এ যোগ দিয়েছেন।

ভিয়েতনাম এ অনুষ্ঠিত এফবিআই ন্যাশনাল একাডেমি অ্যালামনাই এশিয়া প্যাসিফিক চ্যাপ্টার রি- ট্রেইনার কনফারেন্স” আগামী ২৬ জুন পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রস্থ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ন্যাশনাল একাডেমী হতে গ্রাজুয়েশন সম্পন্ন করা এশিয়া প্যাসিফিক রিজিয়ন এর ৪৯ টি দেশ থেকে শতাধিক পুলিশ কর্মকর্তা উক্ত সম্মেলনে যোগ দিয়েছেন।

সম্মেলনে যোগ দেয়ার জন্য মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক ২২ জুন দেশ ত্যাগ করেন। উক্ত সফরে সর্বাঙ্গীণ কল্যাণ ও সফলতার জন্য পুলিশ সুপার, মেহেরপুর মহোদয় সকলের দোয়াপ্রার্থী।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.