মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু -বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ সহ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সঞ্জীব পাল বাপ্পি, সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাধব ভাস্কর, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী সাথী বোস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য জয়দেব কুমার সাহা, মুজিবনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্র হালদার প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।