Home » ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ের আয়োজন, অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ের আয়োজন, অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ

কর্তৃক 2IBDzttKyWmime
নিজস্ব প্রতিবেদক 82 ভিউ
Print Friendly, PDF & Email

ঢাকা অফিস

গণবিয়ের আয়োজন, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে! এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কদিন ধরে বইছে আলোচনার ঝড়। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলতে হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের বিয়ের আয়োজনের কোনো অনুমোদন দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে গণবিয়ে আয়োজনের অনুমোদন দেয়নি। তা ছাড়া কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কর্তৃপক্ষকে জানায়নি।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্ট থাকার সুযোগ নেই। যেসব শিক্ষার্থী এ উদ্যোগ নিয়েছে, তা একান্ত তাদের ব্যক্তিগত উদ্যোগ।

বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধও জানানো হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.