Home » জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের মেহেরপুর পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের মেহেরপুর পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 43 ভিউ
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজউদ্দিন খানসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে মেহেরপুর জেলার বর্তমান আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎকারে অন্যদের মধ্যে মধ্যে জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল এবং জেলা যুব বিভাগের সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার।

পরে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুলিশ সুপার এস এম নাজমুল হককে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.