Home » চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে,পরে ক্ষোভে দুধ দিয়ে গোসল করল স্বামী

চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে,পরে ক্ষোভে দুধ দিয়ে গোসল করল স্বামী

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 79 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার নেহালপুরে স্ত্রীকে তালাকের পর পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে ক্ষোভে  দুধ দিয়ে গোসল করেছে স্বামী।

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের আব্বাস আলীর ছেলে ট্রাক্টর চালকের সাথে বিয়ে হয় সাগরী খাতুনের। তাদের ঘরে রয়েছে তিনটি সন্তান। স্বামী অন্যত্র কাজ করার সুবাদে তার খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে স্ত্রী পরকীয়া করে আসছিলেন। স্বামী সেকেন্দার আলী কয়েকদিন  হাতেনাতে ধরে ফেলেন। কিন্ত এভাবে চলতে থাকায় ৩ জুলাই স্বামী তাদের দুজনকে ধরে ফেলে। পরে কাজি ডেকে এনে স্ত্রীকে তালাক দিয়ে এক প্রকার  বলপ্রয়োগের মাধ্যমে নিজ স্ত্রীর  সঙ্গে পরকীয়া প্রেমিক একই এলাকার মিলন বিশ্বাসের ছেলে মাজেদুল ইসলামের বিয়ে দেন সেকেন্দার। পরদিন সকালে  তিনি দুধ দিয়ে গোসল করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেকেন্দার জানান, গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে দেওয়া হয়েছে। দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি বড় পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।

স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানতে পেরেছি।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.