Home » চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল,গুলি ও নগদ টাকা সহ ১ ব্যাক্তি গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল,গুলি ও নগদ টাকা সহ ১ ব্যাক্তি গ্রেফতার

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 187 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি ৯ এম এম পিস্তল, ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অস্ত্র ও ১১ লাখ টাকাসহ ১জন গ্রেপ্তার হয়েছে।

বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগান পাড়ার সাজেদুল ইসলামের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া পৌর এলাকার মুক্তি পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো: হাবিবুর রহমান রাজিব (৪০) ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান রেখেছে। এই সংবাদের ভিত্তিতে  চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ের অফিসার ও সঙ্গীয় ফোর্স ঐ বাড়িতে অভিযান চালায়। এসময় আসামীর বাড়ির গেট খুলতে বললে সে ১৫/২০ মিনিট পর দরজা খুলে দেয়। এসময় আসামির ভাড়া বাড়ি হতে আলমারী তল্লাশি করে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অস্ত্র, ১১ লক্ষ টাকাসহ রাজিবকে  গ্রেপ্তার করে।

পরে তাকে থানায় সোপর্দ করা হয়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে একটি মাদক মামলা আছে বলে স্বীকার করেছেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.