Home » চুয়াডাঙ্গায় ইটভাটা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ইটভাটা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 78 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় ইটভাটার মধ্যে থেকে মুয়াজ্জিন ও ইটভাটা শ্রমিকের মরদেহ  পুলিশ উদ্ধার করেছে।

সোমবার (১ জুলাই) রাত ৯টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের ইটভাটার  একটি গর্ত থেকে  জালশুকা গ্রামের পাওয়ার হাউজ পাড়ার আইজেল হোসেনের ছেলে শান্ত হোসেনের মরদেহ উদ্ধার হয়। এলাকাবাসী  জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও সকালে বাড়ির পাশে হিমালয় অটোব্রিক্স ইটভাটায় সে কাজ করতে যায়। সন্ধার পর ও  কাজ শেষে  বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। পরে রাতে হিমালয় অটোব্রিক্সের ভিতরে একটি গর্তের কাছে শান্তর ব্যবহৃত স্যান্ডেল দেখতে পেয়ে গর্তে নেমে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবী তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.