Home » চুয়াডাঙ্গায় আওয়ামী নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিল জনগণ

চুয়াডাঙ্গায় আওয়ামী নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিল জনগণ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 63 ভিউ
Print Friendly, PDF & Email

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় জণগণ। পুলিশ তাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পিছনে বেলগাছি রেলগেট এলাকায়  সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি বিশ্বজিৎ সাহা(৪০)কে দেখতে পেয়ে স্থানীয় জনগণ  তার ওপর হামলা চালায়।পরে তারা পুলিশকে খবর দিলে  পুলিশ পৌঁছে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ২৪ জুন গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৫/৬ জন একই এলাকার  গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর চালায় ও তাকে পিটিয়ে জখম করে। ওই ঘটনায় ২৭ আগস্ট আফজাল হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।  মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিশ্বজিৎকে  গ্রেফতারের পর আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.