Home » গাংনীস্থ র‌্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক-১

গাংনীস্থ র‌্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক-১

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 72 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরে ১৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজাসহ মিরাজুল ইসলাম (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা।

রবিবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বাবুইহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মিরাজুল কুষ্টিয়া সদর উপজেলার বাবুইহাটি গ্রামের সরদার পাড়ার মৃত ওমেদ আলী মন্ডল এর ছেলে।

গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১২) এর একটি দল অভিযান চালিয়ে ১৫কেজি ৫৫০ গ্রাম গাঁজাসহ মিরাজুল ইসলামকে আটক করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মিরাজুল ইসলামের স্ত্রী সীতা খাতুন (৩৭) পালিয়ে যায়।

তিনি আরো জানান, আটককৃত মিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক কুষ্টিয়ার সদর থানায় হস্তান্তর করা হবে এবং তার স্ত্রীকে আটকের চেষ্টা চলছে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.