Home » গাংনীস্থ র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

গাংনীস্থ র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীস্থ র‌্যাবের অভিযানে ১৩২ বােতল ফেনসিডিলসহ ২জন আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) ও জেলার মুজিবনগর উপজেলার মােনাখালি গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া (১৯)।

আটককৃত দুজন সুবাদে নানী-নাতি। শুক্রবার ভাের ৫ টার দিকে চকশ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা । র‌্যাব-১২ এর গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, চকশ্যামনগর  আসামী সুজান বেগমের  বসত ঘরের সামনের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩২ ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৬৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর নানী-নাতি। তারা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছিল। আসামীদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.