Home » গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 61 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনীতে হাত-পা বাধা অবস্থায় মধ্য বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার  সকালের দিকে  গাংনী  উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের একটি আম বাগান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বামন্দী ইউনিয়ন পরিষদের  ১নং ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, সকালের দিকে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় নিশিপুর গ্রামের একটি আম বাগানে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে, স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটিদল আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, চেতনানাশক ঔষধ দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে। ২৪ ঘণ্টা  অবজারভেশনে রাখা হয়েছে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ওই অজ্ঞাত ব্যক্তির জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.