Home » গাংনীতে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে সমাবেশ

গাংনীতে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে সমাবেশ

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মাণ কাজে মূল নকসা বাদ দিয়ে মনগড়া নকসায় কাজ করার প্রতিবাদে- মেহেরপুরের গাংনীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার শহীদ আবু সাঈদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ছাত্র-জনতা সমাবেশের আয়োজন করে। সমাবেশ বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ মহসিন আলী, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা জামান হোসেন, ছাত্রনেতা সাহিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি যথাক্রমে-হাফিজুর রহমান মানিক, মাহবুবুর রহমান স্বপন, সাজেদুর রহমান বুলসহ বিভিন্ন ব্যবসায়ী ও ছাত্র-জনতা।

সমাবেশে বক্তরা বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মাণে অসাধু কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান মূল নকসা বাদ দিয়ে মনগড়া নকসার মাধ্যমে সড়ক নির্মাণ করছে। যা নিয়ম বহির্ভূত। এভাবে নিয়ম বহির্ভূত ভাবে সড়ক নির্মাণ করলে, ওই সব অসাধু কর্মকর্তারা জনরোষে পড়বে। কারণ, এই বাংলার মালিক জনগণ। তাই জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। বক্তারা আরো বলেন, সড়ক নির্মাণে ধীরগতির কারণে বিশেষ করে গাংনী উপজেলা শহরে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.