Home » গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 12 ভিউ
Print Friendly, PDF & Email

 

আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সােমবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

সভায় বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি, গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার ইন্জিনিয়ার শামীম রেজা, গাংনী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড.অশােক চন্দ্র বিশ্বাস।

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এবার গাংনী উপজেলার ১৭টি মন্ডুপে দুর্গা পূজা উদযাপিত হবে। এগুলাে হলাে-গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দির, গাংনী রাম মন্দির, চৌগাছা দাসপাড়া কালি মন্দির, আমতৈল দাসপাড়া কালি মন্দির, বামন্দী কােলপাড়া কালি মন্দির, বেতবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির, মটমুড়া হালদারপাড়া কালি মন্দির, ভােমরদহ দাসপাড়া কালি মন্দির, হিজলবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালি মন্দির, গাঁড়াডােব দাসপাড়া কালি মন্দির, রায়পুর দাসপাড়া কালি মন্দির, শিমুলতলা দাসপাড়া কালি মন্দির, ভােলাডাঙ্গা দাসপাড়া কালি মন্দির, ষােলটাকা দাসপাড়া কালি মন্দির, বাওট দাসপাড়া কালি মন্দির ও চাঁদপুর দাসপাড়া কালি মন্দির।

এবার পূজা মন্ডুপগুলােতে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.